গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৈকুন্ঠপুর বনবিভাগের সারুগাড়া রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতত্বের বনকর্মীরা শিলিগুড়ির দার্জিলিং মোড়ে অভিযান চালায়। এরপর সেখানে সেখানে একটি মাছ বোঝাই পিকঅ্যাপ ভ্যান আটক করে। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় কচ্ছপ উদ্ধার। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করে বনকর্মীরা। ধৃতদের নাম মহম্মদ হাদিজ,রোশন কুমার সাহানি,সুরেন্দর কুমার। তিনজনই বিহারের বাসিন্দা। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে ওই মাছ বোঝাই পিকঅ্যাপ ভ্যান থেকে তিনটি কচ্ছপ উদ্ধার হয়েছে। এবং কচ্ছপগুলো বিহার থেকে শিলিগুড়িতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। গোটা ঘটনার তদন্তে নেমেছে বনদপ্তর।