Breaking
24 Dec 2024, Tue

পঞ্চানন বর্মার মূর্তির ভিত্তি স্থাপন গোলকগঞ্জ চৌপথিতে

: মনীষী পঞ্চানন বর্মার মূর্তির ভিত্তি স্থাপন করলেন গোলকগঞ্জ মাও ভান্ডানি পুজো ও উৎসব কমিটি। এদিন মাথাভাঙ্গা ১ নং ব্লকের গোলকগঞ্জ – শিবপুর রোডের গোলকগঞ্জ চৌপথিতে উত্তরপূর্ব ভারতের মনীষী পঞ্চানন বর্মার মূর্তির ভিত্তি স্থাপন করেন মাথাভাঙ্গা ১নং পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ মহেন্দ্র বর্মন।এদিন সেখানে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা ১নং পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ দেবাশীষ মজুমদার, প্রাক্তন প্রধান পরেশ চন্দ্র বর্মন সহ আরও অনেকে।এই বিষয়ে মাথাভাঙ্গা ১নং পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ মহেন্দ্র বর্মন ও গোলকগঞ্জ মাও ভান্ডানি পুজো ও উৎসব কমিটি সম্পাদক শিবব্রত বর্মন বলেন, “আজ গোলকগঞ্জ মাও ভান্ডানি পুজো ও উৎসব কমিটির পক্ষ থেকে গোলকগঞ্জ চৌপথীতে পঞ্চানন বর্মার মূর্তির ভিত্তি স্থাপন কর্মসূচী অনুষ্ঠিত হয়। আমরা আশা করছি আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে এই মূর্তি স্থাপিত হয়ে যাবে।”

Developed by