Breaking
24 Dec 2024, Tue

ফের লোকালয়ে চিতাবাঘের আতঙ্ক!

জেএনএফ ওয়েব ডেস্ক :- ফের লোকালয়ে চিতাবাঘের আতঙ্ক। চিতাবাঘ এর আতঙ্কে বন্ধ চা পাতা তোলার কাজ। জলপাইগুড়ি রানীনগর সংলগ্ন ছোবাভিটা এলাকার ঘটনা।স্থানীয় বাসিন্দা মগজেন্দ্রনাথ রায় জানান,, আজ সকালে চা পাতা তোলার সময় শ্রমিকরা চিতাবাঘ দেখতে পায়। এরপর আমরা বনবিভাগ ও পুলিশকে খবর দিই। ঘটনাস্থলে বেলাকোবা স্কোয়াড এসেছে।বেলাকোবা স্কোয়াড এর কর্মী সাইমুল হক জানান আমাদের কাছে খবর আসে চা বাগানে চিতাবাঘ বেরিয়েছে সেই মত আমরা চা বাগান থেকে শ্রমিকদের সরিয়ে দিয়েছি।চিতাবাঘটিকে আমরা দেখতে পাই নি। এখান খাঁচা পাতার চিন্তাভাবনা চলছে।প্রত্যক্ষদর্শী মনোজ রায় বলেন, সকালে চা বাগানে কাজে এসে দেখি চিতাবাঘ। আতঙ্কে কাজ ছেড়ে চলে যাই।এর আগে আমরা চিতাবাঘ দেখতে পাই নি।

Developed by