Breaking
24 Dec 2024, Tue

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক লক্ষ করোনার টিকাকরণ পার করায় কেক কেটে উদযাপন করা হল

শুক্রবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক লক্ষ করোনার টিকাকরণ পার হওয়ায় কেক কেটে উদযাপন করা হল। এদিন উপস্থিত ছিলেন ওএসডি সুশান্ত রায়,হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক,অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা,ডিন সন্দীপ সেনগুপ্ত,কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান শর্মীষ্ঠা ভট্টাচার্য সহ অন্যান্যরা। এই বিষয়ে ওএসডি সুশান্ত রায় বলেন করোনার টিকাকরণের জন্য প্রথম থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রতিটি কর্মী ঝাপিয়ে পরেছিল। এবার এদিন লক্ষ সীমা পার হল।কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান শর্মীষ্ঠা ভট্টাচার্য বলেন খুব ভালো লাগছে। এক লক্ষের মধ্যে ৬০ হাজার প্রথম ও ৪০ হাজার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। এবং পর্যাপ্ত টিকা রয়েছে।

Developed by