Breaking
1 Nov 2024, Fri

জলপাইগুড়ির গড়াল বাড়ির শুবচনি গ্রামে জমি বিবাদ কে কেন্দ্র করে উত্তেজনা

জলপাইগুড়ির গড়াল বাড়ির শুবচনি গ্রামে জমি বিবাদ কে কেন্দ্র করে উত্তেজনা। দুই পরিবারের সংঘর্ষে মৃত্যু হয়েছে মহঃ মফিজুদ্দিন নামে এক ব্যক্তির। আহত আরও ছয় জন।আহত রা সকলেই জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।এদিকে সকালে মৃত্যুর খবর গ্রামে পৌছতেই উত্তেজনা আরও বেড়ে যায়। অভিযুক্ত পরিবারের সাতটি বাড়িতে আগুন ধরিয়ে দেন উত্তেজিত গ্রামবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনা স্থলে বিড়াট পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। ইতিমধ্যেই দুপক্ষের পাঁচ ১১ গ্রেফতার করেছে পুলিশ।জমি বিবাদকে কেন্দ্র করে একাধিক বাড়িতে আগুন ও ভাঙচুরের অভিযোগ উঠল। মৃত এক জখম একাধিক। শুক্রবার ঘটনাকে কেন্দ্র করে জলপাইগুড়ি গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের শুভচনি পাড়ায় রণক্ষেত্র চেহেরা নিল। অভিযোগ, এ দিন সকালে এক দল গ্রামবাসী হামলা করে। মুহূর্তের মধ্যে একাধিক বাড়ির আসবাবপত্র ভাঙচুর ও অগ্নিসংযোগের মত ঘটনা ঘটে। পুলিশ ও দমকল বাহিনীকে এলাকায় ঢুকতে বাঁধা। যদিও পুলিশের দাবি, রাস্তা ছোট এই কারণে দমকল ঢুকতে পারেনি। ঘটনাস্থলে র‍্যাফ ও বিশাল পুলিশ বাহিনী মোতায়েন হয়েছে জানালেন ডিএসপি (সদর) সমীর পাল। তিনি বলেন, “দশ বারো জনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে।” এদিকে এলাকায় গ্রাম ছাড়া অনেক পরিবার। পুলিশ পিকেটিং বসানো হয়েছে। মৃতের নাম মজমুদ্দিন ইসলাম। গতকাল উত্তরবঙ্গ মেডিকেল ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। এদিন মারা যান।

Developed by