জেলা ও পুরসভা এলাকায় লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। আজকে পর্যন্ত সংখাটা দাড়িয়েছে ৮২ জন।পুরসভা এলাকাতেই তিন দিনে আক্রান্ত আটজন জন জানালো, স্বাস্থ্য দফতর।করোনা সংক্রমণের মধ্যেই জলপাইগুড়ি শহরে নতুন করে ডেঙ্গু আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। গত ৩ দিনে জলপাইগুড়ি পুর এলাকায় ডেঙ্গু আক্রান্ত হল আটজন। আক্রান্তদের মধ্যে একজন শিশুও রয়েছে যার বয়স দুই বছর।চলতি বছরে এই নিয়ে জলপাইগুড়ি শহরে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮২ জন।ঘটনায় উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর ও জলপাইগুড়ি পুরসভা। ডেঙ্গু প্রতিরোধে পাড়ায় পাড়ায় সার্ভে এবং মশা মারতে স্প্রে অভিযান শুরু হোলো শহরে। আজ থেকে শুরু হবে গাপ্পি মাছ ছাড়ার কাজও, এমনটাই জানিয়েছেন পুরসভার প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারপার্সন।এ বিষয়ে জলপাইগুড়ির জেলা সদর হাসপাতালের ডেপুটি CMOH 2 মৃদুল ঘোষ জানান, ১৪ই নভেম্বর পর্যন্ত ডেঙ্গু পজিটিভ জেলায় ৮২ জন। আর পুরসভা এলাকার মধ্যে আছে আট জন এখন পর্যন্ত। এর মধ্যে একজন দুবছরের শিশু আছে।
ঠান্ডা পড়েছে এই সময় ট্রেন্ডটা কমে থাকে কিন্ত এবার এখনও হচ্ছে অন্যান্য বারের চেয়ে।
তবে এখন পর্যন্ত সকলেই স্থিতিশীল আছে। আমাদের নজরদারি তে আছে। সমস্ত ব্লক ও পুরসভা গুলোকে বলা হয়েছে ব্যবস্থা নিতে। পরিস্কার পরিচ্ছন্ন রাখতে। জল না জমে কোথাও যাতে মশার লাভা কোথাও জন্মাতে না পারে। সংক্রমিত জলপাইগুড়ি পুরসভা এলাকা সহ ধুপগুড়ি, রাজগঞ্জ, মালবাজার এলাকা।