Breaking
1 Nov 2024, Fri

জলপাইগুড়ি প্রকৃতিপ্রেমী সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার বিভিন্ন নদীয়ালী মাছ ছাড়া হল করলা নদীতে

জলপাইগুড়ি প্রকৃতিপ্রেমী সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার বিভিন্ন নদীয়ালী মাছ ছাড়া হল করলা নদীতে। ১৮ ই নভেম্বর সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান সংগঠনের কনভেনার দীপাঞ্জন বক্সী। তিনি বলেন, কোনভাবেই করলা নদীকে দূষিত করা যাবে না। আমরা সবসময় চেষ্টা করছি যাতে জনসাধারণের মধ্যে এই বার্তা দেওয়ার যাতে দূষণ মুক্ত রাখা যায় এই নদীকে। বর্তমানে নদীতে জল অনেক পরিষ্কার হয়েছে। আগামী দিনেও যাতে আরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তারই চেষ্টা সকলেই করব বলে তিনি জানান। নদীকে দূষণমুক্ত রাখতে সকলেরই এগিয়ে আসা উচিত বলে মনে করেন দীপাঞ্জন বাবু।

Developed by