Breaking
24 Dec 2024, Tue

কোচবিহারে স্ত্রী পুত্রের দেহের সাথে উদ্ধার কলেজ শিক্ষকের ঝুলন্ত দেহ, চাঞ্চল্য

বন্ধ ঘর থেকে স্ত্রী পুত্রের দেহের সাথে উদ্ধার কলেজ শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল কোচবিহারে। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহর সংলগ্ন গুঞ্জবাড়ি কামেশ্বরী রোড এলাকায়। ওই ঘটনার খবর পেয়ে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মৃত তিনজনের নাম উৎপল বর্মণ, স্ত্রী অঞ্জনা দাস বর্মণ এবং পুত্র অদ্রিশ বর্মণ (৯)। জানা গেছে, উৎপল বাবু কোচবিহার এবিএন শীল কলেজের স্যাক টিচার ছিলেন। তার বাড়ি দিনহাটার গোসানিমারি এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে কোচবিহার শহর সংলগ্ন গঞ্জবাড়ী কামেশ্বরী রোডে বসবাস করতেন স্ত্রী ও পুত্রকে নিয়ে। কিন্তু মঙ্গলবার তাদের দিনহাটার গোসানিমারির বাড়িতে যাবেন বলে ভাড়া বাড়ির মালিককে জানান। এরপর থেকেই তাদের ঘরের দরজায় বাইরে থেকে তালা ঝুলছিল।

গতকাল আত্মীয় স্বজনরা এসে বাইরে থেকে তালা দেখ মোবাইলে ফোন করেন। কিন্তু মোবাইল সুইচ অফ পান। এরপর অন্যত্র খোজাখুজি করে কোথাও না পেয়ে ফের ওই ভাড়া বাড়ির দরজায় তালা ভেঙে দেখতে পান উৎপল বাবুর দেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। পাশেই পড়ে রয়েখছে স্ত্রী ও শিশু পুত্রের দেহ। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে ওই ৩ জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। খুন না আত্মহত্যার ঘটনা তা এখনও পুলিশ নিশ্চিত হতে পারে নি। তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ।

Developed by