Breaking
24 Dec 2024, Tue

নবনির্মিত মা ক্যান্টিন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হলো নদীয়ার নবদ্বীপে

নবনির্মিত মা ক্যান্টিন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হলো নদীয়ার নবদ্বীপে। বুধবার বিশেষ দিন রাস পূর্ণিমার প্রাকমুহুর্তে ক্যান্টিন ভবনের শুভ উদ্বোধন করেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা সহ নবদ্বীপ পৌরসভার পৌর প্রশাসক চৈতন্য ভূমি প্রাচীনতম এই শহরের নব রূপকার বিমান কৃষ্ণ সাহা। এছাড়াও এইদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কো-অর্ডিনেটর গন সহ অন্যান্য ব্যক্তিবর্গ গন। পৌরসভা ভবন পার্শ্ববর্তী স্থানে অবস্থিত নবনির্মিত এই মা ক্যান্টিন ভবন থেকে এবার প্রতিদিন নিয়মিত ভাবে মাত্র পাঁচ টাকা মূল্যের একটি টোকেনের বিনিময়ে অসহায়-দুঃস্থ মানুষজনদের পেট ভরে সুষম খাবার বিতরণ করা হবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বলেন নবদ্বীপ পৌরসভার প্রশাসক বিমান কৃষ্ণ সাহা। এছাড়াও রাস পূর্ণিমা উপলক্ষে নবদ্বীপে আগত বহিরাগত দুঃস্থ দর্শনার্থীরাও মা ক্যান্টিন থেকে খাবার সংগ্রহের সুবিধা পাবেন বলেও জানান তিনি। পাশাপাশি রাজ্যের দরিদ্র সম্প্রদায় ভুক্ত মানুষজন কেউ যেন অভুক্ত না থাকেন সেই কথা ভেবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত মানবিক প্রকল্প প্রসঙ্গে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্বের কথা তুলে ধরেন বিমান বাবু।

Developed by