শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ঝমকলালজোত থেকে গাঁজা সহ স্বামী স্ত্রীকে গ্রেফতার করল ফাঁসিদেওয়া থানার পুলিশ। ধৃতদের নাম কালিকান্ত ঋষি (৩৮) এবং কাকলি ঋষি (৩৪)। তারা মেখলিগঞ্জ থানার ২ নম্বর ওয়ার্ডের শান্তিপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে মঙ্গলবার রাতে ঝমকলালজোতে একটি স্কুটি করে যাচ্ছিল ওই দুজন। তখনই তাদের দেখে সহেন্দ হয় এবং আটক করে স্কুটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় গাঁজা। এরপর দুজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। ধৃতদের কাছ থেকে ৫কেজি ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ হাজার টাকা। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে। বুধবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে কালিকান্তকে সাত দিনের পুলিশি হেপাজতের আর্জি জানাবেন আদালতে।