Breaking
1 Nov 2024, Fri

বিশেষ ব্যবস্থা অনুপস্থিত পড়ুয়াদের জন্য আবার অনলাইন পড়ানোর ব্যবস্থা

রইব নাকো বদ্ধ ঘরে। বদ্ধ ঘরে আর রইতে হবে না। শুরু হল পিঠে বইয়ের ব্যাগ নিয়ে বন্ধুর গলা ধরে সময়ে স্কুলে পৌঁছে যাওয়া।দীর্ঘ প্রতীক্ষার পর মঙ্গলবার থেকে খুলে গেল রাজ্যের সমস্ত মাধ্যমিক স্কুল। একই নিয়মে খোলা হল মাদারিহাট হাই স্কুল। ইতিমধ্যেই জীবনু নাশক ওষুধ স্প্রে করে জীবাণু মুক্ত করার পাশাপাশি করে ঝা চকচক করা হয়েছে বিদ্যালয় গৃহ। মানা হল সমস্ত কোভিড বিধি। স্কুল খুলতেই হুমড়ি দিয়ে পড়ল পড়ুয়ার দল শুরু হল নবম থেকে দ্বাদশ শ্রেণীর পঠনপাঠন। চক ডাস্টার হাতে শিক্ষকদের ছুটাছুটি। অনুপস্থিতদের জন্য আবার অনলাইন পড়ানোর ব্যবস্থা সব মিলিয়ে প্রাক কোভিড পরিস্থিতি ফিরে পেল পড়ুয়ারা। স্বস্তির নিঃশ্বাস ফেললেন অভিভাবক মহল। এদিন প্রধান শিক্ষক নারায়ন সরকার বলেন, সমস্ত কোভিড বিধি মেনে স্কুল খোলা হল।পড়ুয়াদের উপস্থিতি ও ভাল। যারা স্কুলে আস্তে পারেনি তাদের জন্য অন লাইনে পড়ানোর ব্যবস্থা করা হয়েছে।

Developed by