দীর্ঘদিন বাড়িতে কাটানোর পর রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী স্কুলমুখি ছাত্র ছাত্রীরা। খুশির হাওয়া ছাত্রছাত্রীদের মধ্যে। করোনা সংক্রমনের কারণে অন্যান্য দপ্তরগুলোর পাশাপাশি শিক্ষা দপ্তরের পক্ষ থেকে দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। করুণা সংক্রমণ কিছুটা আয়ত্তে আনা গেলে এবার স্কুল কলেজ খোলার নির্দেশিকা জারি করে রাজ্য সরকার। সেইমতো 16 তারিখ থেকে নদীয়া জেলার প্রতিটি বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর উপস্থিতির হার ছিল উল্লেখযোগ্য। দীর্ঘদিন পর বাড়িতে থাকার পর স্কুলে এসে ছাত্রছাত্রীরা যথেষ্ট আনন্দিত। তাদের দাবি বহুদিন ধরে স্কুলের বন্ধু এবং শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে তাদের যোগাযোগ নেই কিছুটা ডিপ্রেশনে ভুগছিলাম ছাত্রছাত্রীরা। স্কুল কলেজ খোলার পর ছাত্রছাত্রীদের পড়াশোনা আরো উন্নতি হবে বলেই মনে করছে একাধিক ছাত্র-ছাত্রী এবং শিক্ষকরা। পাশাপাশি শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী বিদ্যালয়ের গেটের সামনে থেকে প্রতিটি ছাত্রছাত্রীকে মাক্স ছাড়া ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এছাড়া শরীরের টেম্পারেচার পরীক্ষা করেই ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।