Breaking
24 Dec 2024, Tue

বাইক চুরির অভিযোগে একজনকে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ

বাইক চুরির অভিযোগে একজনকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃতের নাম বিজয় সাহা। জানা গিয়েছে যে গত ৬ই নভেম্বর শিলিগুড়ি ৩৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেবব্রত সাহা এনজেপি স্টেশন চত্বরে পার্কিং থেকে বাইক চুরি হয়। এর পরেই বাইক চুরির লিখিত অভিযোগ দায়ের করেন নিউ জলপাইগুড়ি থানায়। এবং পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এনজেপি এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করে। তবে এখনও চুরি যাওয়া বাইক উদ্ধার করতে সক্ষম হয়নি পুলিশ। শনিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। এবং তদন্তের স্বার্থে ধৃতকে পাঁচদিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছেন আদালতে।

Developed by