Breaking
24 Dec 2024, Tue

শনিবার বিনপুরে ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে ‘মেগা লিগ্যাল সার্ভিস ক্যাম্প’ থেকে আইনি সহায়তা পেলেন দু’হাজার মানুষ!


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শনিবার বিনপুরে ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে ‘মেগা লিগ্যাল সার্ভিস ক্যাম্প’ থেকে আইনি সহায়তা পেলেন দু’হাজার মানুষ! এদিন বিনপুরের বিবেকানন্দ মেমোরিয়াল ইনস্টিটিউশনে গ্রাউন্ডে আইনি সহায়তা পরিষেবায় উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা আদালতের দুই বিচারক স্মরজিৎ রায়, দেওয়ানি রাই, ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক সুনীলকুমার শর্মা, ঝাড়গ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার, বেলপাহাড়ির এসডিপিও উত্তম গরাই, সহ জেলা আদালতের আইনজীবী কোহিনূর কান্তি সিনহা, শুভাশিষ দ্বিবেদী, সজলকুমার মিত্র, সম্বিত মাহাতো, সুজিতকুমার ঘোষ, কুহেলি মাহাতো, গোপালবন্ধু আচার্য, বিনপুর পল্লী ক্লাবের সম্পাদক অনুপকুমার ঘোষ। ই-শ্রম ৫০ জন, লাইফ সার্টিফিকেট ১৮, এলপিজি নতুন গ্যাস কানেকশন ৫০ জন, নতুন আধার কার্ড ১০০০ জন, নতুন জিরো ব্যালন্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট ২৫০ জন, লিগ্যাল সার্ভিস ২৫০ জনকে দেওয়া হয়েছে।

Developed by