জেএনএফ ওয়েব ডেস্ক:- কোচবিহার পুলিশের পক্ষ থেকে চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হল প্রকৃত মালিকের হাতে। গতকাল রাতে কোচবিহার কোতোয়ালি থানায় এই মোবাইল গুলি তাদের প্রকৃত মালিকের হাতে তুলেদেন জেলা পুলিশ সুপার সহ বাকি আধিকারিকেরা। এদিন জেলা জুড়ে চুরি যাওয়া প্রায় ৯০টি মোবাইল উদ্ধার করে তা তাদের মালিকের হাতে তুলে দিলেন জেলা পুলিশ কর্তারা। পুলিশ পারে না এমন কোন কাজ, এই কথাটিই যেন আজও বার বার ঘুরে ফিরে চলে এল প্রাপকদের সবার মধ্যে যা পুলিশের প্রতি আস্থা আরও বাড়িয়ে দিল মানুষের কাছে।পুলিশ সূত্রে জানা যায়, কোচবিহার জেলার প্রায় সব থানার পক্ষ থেকে অভিযোগ পাওয়া চুরি যাওয়া মোবাইল ফোন গুলি আজ তাদের প্রকৃত মালিকের হাতে ফেরত দেওয়া হল। ভবিষ্যতে এরকম কাজ আরও করা হবে। আজ সকল প্রাপকদের তাদের হাড়িয়ে যাওয়া মোবাইল ফোনের উপযুক্ত প্রমাণ সমেত কোচবিহার কোতোয়ালি থানায় আস্তে বলা হয়। তারপর তাদের কাগজ এবং পরিচয় পত্র খতিয়ে দেখে তাদের মোবাইল হাতে তুলে দেওয়া হয়।জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানান, বেশ কয়েক মাস ধরে শহরের বেশ কিছু মানুষের মোবাইল ফোন হারিয়ে গিয়েছিল বা চুরি হয়ে গিয়েছিল। কোচবিহার জেলার সকল থানার পুলিশ লিখিত অভিযোগ পেয়ে তদন্তে নেমে ইতিমধ্যে ৯০টি ফোন উদ্ধার করতে পেরেছে। তার মধ্যে ৯০ টি মোবাইল ফোন তার প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হলো বলে তিনি জানান।অন্যদিকে এক ফোন প্রাপক জানান, গত অক্টোবর মাসে তার ফোন টি হারিয়ে গিয়েছিল। তিনি তারপর দিন থানায় অভিযোগ জানিয়েছিলেন। গত পরশু পুলিশের তরফে ফোন করে জানায় থানায় এসে হারিয়ে যাওয়া ফোন টি নিয়ে যাওয়ার কথা বলে। সেমত এদিন থানায় এলে পুলিশের পক্ষ থেকে হারিয়ে যাওয়া ফোনটি তুলে দেওয়া হয়। ফোন ফিরে পাওয়ায় তিনি ভীষন খুশি।