Breaking
24 Dec 2024, Tue

শিলিগুড়ি মহকুমার জগন্নাথপুরে ছোট গাড়ির ধাক্কায় আহত এক ব্যক্তি,গ্রেফতার গাড়ির চালক

শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়ার ব্লকের জগন্নাথপুরে ছোট গাড়ির ধাক্কায় আহত এক ব্যক্তি। এই ঘটনায় গাড়ির চালককে গ্রেফতার করল বিধাননগর থানার পুলিশ। ধৃতের নাম জিতেন সিংহ(৩৯)। সে শিলিগুড়ির চম্পাসারি এলাকার বাসিন্দা। জানা গিয়েছে যে শুক্রবার রাতে জগন্নাথপুরে এক ব্যক্তি সাইকেল নিয়ে পায়ে হেঁটে রাস্তা পারাপার করছিল। ঠিক সেই সময় শিলিগুড়ির দিক থেকে আসা একটি ছোট গাড়ি ওই ব্যক্তিকে ধাক্কা মারে। এবং ওই ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়ে। এই দেখে তরীঘরী স্থানীয়রা খবর দেন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিধাননগর থানার পুলিশ। এরপর পুলিশ গিয়ে আহতকে উদ্ধার করে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এর পরেই ঘাতক গাড়ির চালকে গ্রেফতার করে পুলিশ। এবং গাড়িটিকে আটক করে করে থানায় নিয়ে আসে।

Developed by