Breaking
24 Dec 2024, Tue

সম্প্রীতির কালীপুজো পূঞ্চা থানা এলাকায় আজও সমাদৃত পুরুলিয়া জেলায়

সম্প্রীতির কালীপুজো পূঞ্চা থানা এলাকায় আজও সমাদৃত পুরুলিয়া জেলায়।১৩৫৭ সালে এই পুজার সুচনা হয় এক মুশলিম পুলিশ আধিকারিকের হাত দিয়ে।সেই সময় পুঞ্চা থানায় পুলিশ অফিসার ছিলেন জি টি লতিফ।তিনি স্বপ্নাদেশে শুনতে পান কে যেন বলছে থানার সন্নিকটে যে পাহাড় রয়েছে সেখানে আমার পায়ের ছাপ রয়েছে। সেখানে আমার পূজা শুরু কর।ঘুম ভেঙ্গেই হন্নে হয়ে সেই পায়ের ছাপ খুজতে রেবোন লতিফ সাহেব। পাহাড়ের উপর পাথরে পায়ের ছাপ খুজে পান তিনি। সেই পায়ে ছাপ দিয়ে পূজো করেন তিনি। তাই এই মন্দিরের নাম মা চরণ পাহাড়ি।সময়ের পরিবর্তনের সাথেসাথে অনেক পরিবর্তন হয়েছে মন্দিরের। পাহাড়ের উপর এই মন্দিরে বহু মানুষের সমাগম হয় কালিপুজো ছাড়াও বৎসরের বিভিন্ন সময়। এই মন্দির আজও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করে আসছে পুরুলিয়া জেলায়।

Developed by