মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে মাটিগাড়ার বালাসন ব্রিজের কাছে অভিযান চালায় বৈকুন্ঠপুর বনবিভাগের সারুগাড়া রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতত্বে বনকর্মীরা। এরপর সেখানে মোটরবাইক সহ দুজনকে আটক করে। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্যাঙ্গোলিনের আঁশ। এরপর দুজনকে গ্রেফতার করে নিয়ে আসে। ধৃতদের নাম সৌমেন সাহা ও পার্থ দাস। দুজনেই জলপাইগুড়ির বাসিন্দা। এই বিষয়ে সারুগাড়া রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত বলেন যে ধৃতদের কাছ থেকে ৪কেজি ৪৬৭ গ্রাম প্যাঙ্গোলিনের আঁশ উদ্ধার হয়েছে। ধৃতরা জেরায় স্বীকার করেছে যে প্যাঙ্গোলিনের আঁশ আসাম থেকে নিয়ে আসা হয়েছে এবং নেপালে নিয়ে যাচ্ছিল। এর পাশাপাশি তিনি আরও বলেন যে প্যাঙ্গোলিনের আঁশ পার কেজি এক লক্ষ টাকা করে তারা বিক্রি করতো। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন বনদপ্তর।