Breaking
24 Dec 2024, Tue

করোনার মাঝেই নতুন আতঙ্ক জলপাইগুড়ি শহরে,অজানা রোগে মারা যাচ্ছে শুয়োর

জলপাইগুড়ি:- করোনার মাঝেই নতুন আতঙ্ক জলপাইগুড়ি শহরে। প্রতিদিন  পুরসভা অন্তর্গত বিভিন্ন এলাকায় একাধিক শুয়োর  অজানা রোগে মারা যাচ্ছে। এ বিষয়ে মঙ্গলবার আশঙ্কা প্রকাশ করে জানালেন পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। মানুষের জীবনকে বিপন্ন করে এভাবে শুয়োরের খাটাল চালানো সম্ভব নয়। অবিলম্বে তা বন্ধ করার কথা জানান সৈকত বাবু। পাশাপাশি শুয়োর এনকেফেলাইটিস ও সোয়াইন ফ্লু এর বাহক। মানুষের জীবন  রক্ষার্থে অবিলম্বে শুয়োরের ব্যবসা ও খাটাল বন্ধ করতে হবে বলে জানান তিনি। একদিন ১৫ থেকে ১৬ টি শুয়োর মারা যাচ্ছে বলে পুরসভা সূত্রে খবর। ঘটনা নিয়ে চিন্তিত পুরসভা। এ বিষয়ে জেলা শাসক ও পুলিশ সুপারকে লিখিত জানানো হচ্ছে বলে জানিয়েছেন সৈকত বাবু। শুয়োর ব্যবসায়ীদের শহরে এই ব্যবসা বন্ধ করার কথা জানিয়েছেন তিনি।

Developed by