শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়ার ব্লকের হাঁড়িভিটায় স্নান করতে গিয়ে কুয়োতে পড়ে মৃত্যু এক ব্যক্তির। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃতের জুনাস লাকড়া (৪২)। সে ওই এলাকার বাসিন্দা। জানা গিয়েছে যে মঙ্গলবার রাতে ওই ব্যক্তি স্নান করতে কুয়োতে গিয়েছিলেন। তখনই ওই ব্যক্তি কুয়োর জলে পড়ে যান। এই দেখে তরীঘরী স্থানীয়রা খবর দেন পুলিশকে। খবর পেয়ে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এবং পরে পুলিশ নকশালবাড়ি দমকলকে খবর দেয়। এরপর দমকলকর্মীরা এসে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করেন। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল পাঠায়। পরিবার সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তির মৃগী রোগ ছিল। যদিও গোটা ঘটনার তদন্তে নেমেছে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ।