শান্তিপুরের উপনির্বাচনে ভোটের ফলাফল বেরোনোর পর এই এলাকায় দুষ্কৃতী তাণ্ডব। ভেঙে দেওয়া হলো দুটি পূজো বারোয়ারী মন্দির মারধোর বেশ কয়েকজনকে। আর সেই ঘটনার জেরে বুধবার ব্যাপক উত্তেজনা নদিয়ার শান্তিপুরের রামনগর মিস্ত্রী পাড়া এলাকায়। দুষ্কৃতীরা গ্রেফতার না হলে পুজো বন্ধের সিদ্ধান্ত এলাকাবাসীর। সূত্রের খবর, মঙ্গলবার শান্তিপুর উপনির্বাচনে তৃণমূল এর প্রার্থী জয়লাভ করে। অভিযোগ, এর পরই মঙ্গলবার রাতে মাধব দাস নামের এক ব্যক্তি মদ্যপ অবস্থায় রামনগর এলাকায় গিয়ে শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য এর নামে গালিগালাজ করে। অভিযোগ, স্থানীয় মানুষজন সেই ঘটনার প্রতিবাদ করলে মাধব দাসের ছেলে বহিরাগত দুষ্কৃতীদের ডেকে এনে এলাকায় ব্যাপক বোমাবাজি করে ও বেশ কিছু বাড়ী ও এলাকার দুটি বারোয়ারী কালী পুজোর মণ্ডপে ভাঙচুর চালায়। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়, তাদের মধ্যে একজন শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন। আর এই ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে সোচ্চার হয়েছেন রামনগর মিস্ত্রী পাড়া এলাকার মানুষজন। তাদের দাবি পুলিশ যদি দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার না করে তবে এলাকার দুটি পুজোই বন্ধ থাকবে। ঘটনায় যুক্ত দুষ্কৃতীদের সন্ধান শুরু করেছে শান্তিপুর পুলিশ।