Breaking
24 Dec 2024, Tue

দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য নদীয়ার শান্তিপুরে

একই রাতে একটি মুদি সামগ্রীর দোকান ও একটি কাপড় তৈরির কারখানায় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদিয়ার শান্তিপুরের গোপালপুর এলাকায়। সূত্রের খবর, শান্তিপুর থানার গোপালপুর এলাকার বাসিন্দা রঞ্জন শেখ নামে এক যুবকের তাঁতের কাপড়ের কারখানা ও তার সংলগ্ন মুদি সামগ্রীর দোকানে মঙ্গলবার রাতে হানা দেয় বেশ কয়েকজন দুষ্কৃতী। অভিযোগ, দুষ্কৃতীরা কারখানার দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে প্রায় 100 পিস তাঁতের শাড়ি ও প্রায় 50 হাজার টাকা নগদ নিয়ে চম্পট দেয়। বুধবার সকালে রঞ্জন বাবুর বাবা দোকান খুলতে এলে চুরির বিষয়টি সামনে আসে। উৎসবের মরসুমে এমন চুরির ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর পুলিশ। বাইট:রঞ্জন শেখ

Developed by