Breaking
24 Dec 2024, Tue

বে-আইনিভাবে চাষ করা গাঁজা গাছ নষ্ট করতে অভিযানে নামলো কোচবিহার জেলা প্রশাসন

মনিরুল হক, কোচবিহারঃ বে-আইনিভাবে চাষ করা গাঁজা গাছ নষ্ট করতে অভিযানে নামলো কোচবিহার জেলা প্রশাসন। এদিন ভূমি ও ভূমি সংস্কার, আবগারি দফতর এবং পুলিশের মিলিত প্রয়াসে এই উচ্ছেদ অভিযান চলে।
জানা যায়, সোমবার বেলা ১২ টা নাগাত কোচবিহার পুলিশ সুপার সুমিত কুমারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী, আবগারি দফতর এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের যৌথ প্রয়াসে এই অভিযান চলে। কোচবিহার ১ নং ব্লকের চান্দামারি এলাকা থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকায় বে-আইনিভাবে চাষ করা গাঁজা গাছ নষ্ট করা হয়।
এদিন কোচবিহার জেলা পুলিশ সূত্রে জানা যায়, গাঁজা চাষ, রপ্তানি কোচবিহারের অনেক আগের থেকেই হয়ে আসছে। এটা আটকাতে এবং বন্ধ করতেই এই অভিযান। আজ থেকে আগামী প্রায় ২ মাস অব্দি কোচবিহার জেলার যে সকল এলাকায় ওই গাঁজা চাষ হয় সে সব জায়গায় এই গাঁজা গাছ নষ্ট করতে অভিযানে নামবে পুলিশ। পাশাপাশি জমির প্রকৃত মালিকদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা গ্রহন করবে পুলিশ।
এদিন এই প্রসঙ্গে কোচবিহার পুলিশ সুপার সুমিত কুমার বলেন, পুজোর পর থেকে গাঁজা চাষের মরশুম শুরু হয়। এই সময় সকল গাঁজা চাষিরা তারা এই গাঁজা গাছ লাগানো শুরু করেন। তাই এই সময় এই অভিযান। যে সকল এলাকায় এই গাঁজা চাষ হয় সব জায়গায় এই অভিযান চলবে জমির মালিকদেরকেও খুজে বের করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানান তিনি। আজ থেকে এই অভিযান শুরু হল এই অভিযান আগামী আরও ২ মাস ধরে চলবে বলে জানান তিনি।

Developed by