Breaking
23 Dec 2024, Mon

দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল এনজেপি,জখম এক পুলিশ কর্মী

সোমবার দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল এনজেপি। এই ঘটনাকে কেন্দ্র করে এনজেপির ট্রাক স্ট্যান্ডে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এদিন ক্ষমতা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল বাধে এবং শুরু হয় হাতাহাতি। এই ঘটনার খবর পেয়ে তরীঘরী ঘটনাস্থলে ছুটে যায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এবং দুই গোষ্ঠীর ঝামেলায় জখম হয় এক পুলিশ কর্মী। জখম পুলিশকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অপরদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।

Developed by