Breaking
23 Dec 2024, Mon

গ্রাম পঞ্চায়েত প্রধান কে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের, গোষ্ঠীদ্বন্দ্বের শিকার দাবি প্রধানের

জেএনএফ ওয়েব ডেস্ক :- গ্রাম পঞ্চায়েত প্রধান ও সরকারি আধিকারিকদের আটকে রেখে অবস্থান-বিক্ষোভ এ বসলেন গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল নেতৃত্তের একাংশ। সোমবার সকাল১১ টা নাগাদ  কোচবিহার জেলার তুফানগঞ্জ 2 নং ব্লকের বারোকোদালি এক নং গ্রামপঞ্চায়েত ঘটনা। বিক্ষোভকারীদের দাবি, বারোকোদালী ১ নং গ্রাম পঞ্চায়েত প্রধান মনোরোমা বর্মন কে একাধিকবার 100 দিনের কাজের দাবি জানালেও তাদেরকে কাছ থেকে বঞ্চিত রাখা হয়েছে। একাধিকবার এম আর এন আর জি এস এর মাস্টার রোলের সই করে গ্রাম পঞ্চায়েত প্রধানকে জমা দিলেও সেই কাজ আজ অব্দি পাননি তারা। তাই একশো দিনের কাজের দাবিতে এদিন প্রায় ওই গ্রাম পঞ্চায়েত এলাকার 300 লোক গ্রাম পঞ্চায়েত প্রধানকে ঘিরে অবস্থান-বিক্ষোভ এ বসেন, মূলত তাদের দাবি, যতক্ষণ না তুফানগঞ্জ 2 নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এসে তাদের 100 দিনের কাজের আশ্বাস না মিলবে ততক্ষণ তাদের অবস্থান বিক্ষোভ চলবে। অবস্থান-বিক্ষোভ এর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বক্সিরহাট থানার বিশাল পুলিশবাহিনী। যদিও ঘটনা প্রসঙ্গে গ্রাম পঞ্চায়েত প্রধান মনোরোমা বর্মন বলেন, তাকে ঘিরে কেন বিক্ষোভ দেখাচ্ছেন তা তিনি জানেন না, এর আগেও তাকে সরানোর জন্য গ্রাম পঞ্চায়েতের তার বিরুদ্ধে অনাস্থা আনে, দলের চাপে পরবর্তীতে তা তুলেও নেওয়া হয়। তিনি যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে শিকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তা তিনি স্বীকার করে নেন।

বাইট:: বারোকোদালি ১ নং গ্রাম পঞ্চায়েত প্রধান মনোরোমা বর্মন এর

Developed by