Breaking
23 Dec 2024, Mon

দেবী চৌধুরাণী ও ভবানী পাঠকের তৈরী কালী মন্দির সেজে উঠছে নতুন ভাবে

হাতে মাত্র আর কয়েকটা দিন। তারপরই শ্যামা পুজো। জেলার বিভিন্ন কালীমন্দিরগুলোতেও পুজোর প্রস্তুতি চলছে দ্রুতগতিতে। তেমনিভাবেই জলপাইগুড়ির তথা উত্তরবঙ্গের ঐতিহ্য ও বহু ইতিহাসের সাক্ষী রাজগঞ্জ ব্লকের শিকারপুরের দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের মন্দির সেজে উঠেছে নতুনভাবে। প্রায় ৩ বছর আগে শর্ট সার্কিটে বিধ্বংসী আগুন লেগেছিল মন্দিরে। তবে মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছেন মন্দির নতুন করে সংস্কারের। এর কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। মন্দিরের নতুন মূর্তি ও বিগ্রহের কাজও শেষ হয়েছে। মূর্তি স্থাপন করে  অপেক্ষা এখন শুধু মন্দিরের দ্বার উদঘাটনের। কালীপুজোর মধ্যেই এই কাজ সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছিলেন নতুন করে মন্দির তৈরীর। রাজ্য সরকারের পক্ষ থেকে ৫৫ লক্ষ টাকা মন্দির সংস্কারের দেওয়া হয়েছে বলে জানান তিনি।

Developed by