Breaking
23 Dec 2024, Mon

পেট্রোল ডিজেলের দাম আকাশছোঁয়া,ক্ষতির মুখে উত্তরবঙ্গের চা শিল্প

পেট্রোল ডিজেলের দাম আকাশছোঁয়া। ক্ষতির মুখে উত্তরবঙ্গের চা শিল্প। জানালেন জলপাইগুড়ি ক্ষুদ্র চা চাষী সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী। কাঁচা চা পাতা গাড়ি করে ফ্যাক্টরিতে পাঠানো, ফ্যাক্টরি থেকে তৈরি চা বিভিন্ন অকশন সেন্টারে পাঠানোর খরচ স্বাভাবিকভাবেই বেড়েছে। কারণ জ্বালানির দাম ঊর্ধ্বমুখী। আগামী ৩০ থেকে ৪০ দিনের মধ্যে পাতা তোলার মরশুম শেষ হবে। জলসেচের জন্য ডিজেলের প্রয়োজন রয়েছে। কিন্তু যে হারে দাম বাড়ছে তাতে চা শিল্পে অশনি সংকেত দেখা যাচ্ছে বলে জানান বিজয় বাবু। পেট্রোল-ডিজেলের অবিলম্বে মূল্য হ্রাস করার জন্য কেন্দ্রীয় সরকারকে আবেদন করা হয়েছে জেলা ক্ষুদ্র চাষী সমিতির পক্ষ থেকে বলে জানান তিনি।

Developed by