– আগামী ১৬ ই নভেম্বর থেকে খুলছে স্কুল। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে আগের থেকে। তাই এবার স্কুলে যাওয়ার পালা। কিন্তু তার আগে জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে পুরসভা অন্তর্গত সবকটি স্কুলকেই জীবাণুমুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ২১ টি স্কুল রয়েছে জলপাইগুড়ি পুরসভা এলাকায়। প্রতিটি স্কুল পুঙ্খানুপুঙ্খ জীবাণুমুক্ত করা হবে বলে জানিয়েছেন পুরসভার ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতো। তিনি বলেন, রবিবার থেকে পুরসভার অন্তর্গত সমস্ত বিদ্যালয় জীবাণুমুক্ত করার কাজ শুরু হল। এদিন ১০টি স্কুল জীবাণুমুক্ত করার কাজ করা হবে। যেহেতু স্কুল খুলছে তাই দ্রুততার সাথে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। ছাত্র-ছাত্রীদের সুরক্ষায় কোনও খামতি যাতে না থাকে, সেই ব্যবস্থাই পুরসভার পক্ষ থেকে শুরু করা হয়েছে।
বাইট:- সন্দীপ মাহাতো (পুরসভার ভাইস চেয়ারম্যান)