রাজ্য সরকারের অনুরোধক্রমে করোনার কারণে দীর্ঘ ছয় মাস বন্ধ ছিল লোকাল ট্রেন। চলছিল শুধুমাত্র স্টাফ স্পেশাল।আজ থেকে আবার চালু হলো লোকাল ট্রেন পরিষেবা। আজ সকাল থেকে শিয়ালদহ রানাঘাট শাখায় নিয়মিত ট্রেন চলাচল শুরু হয়। আগের টাইম টেবিল অনুযায়ী শিয়ালদা থেকে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, গেদের উদ্দেশ্যে রওনা দেয় লোকাল ট্রেন। ছ মাস পর লোকাল ট্রেন চালু হওয়ায় খুশি সাধারণ যাত্রীরা।খুশি নিত্যযাত্রীরাও। এতদিন পর্যন্ত রেল স্টাফ স্পেশাল ট্রেন চালিয়ে অবস্থা সামাল দিচ্ছিল। যার ফলে ভিড়ও হচ্ছিল প্রচন্ড।বিগত কয়েক মাসে রাজ্যে করোনার প্রকোপ কিছুটা কমায়,আবার শুরু হলো ট্রেন চলাচল।লোকাল ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় নদীয়ার বিভিন্ন স্টেশনে আজ সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়।