Breaking
1 Nov 2024, Fri

সেবাভারতী মহাবিদ্যালয়ের উদ্যোগে ‘অ্যানথ্রোপলজি অফ এপিডেমিক্স’ বিষয়ের উপর আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত হল


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সেবাভারতী মহাবিদ্যালয়ের উদ্যোগে ‘অ্যানথ্রোপলজি অফ এপিডেমিক্স’ বিষয়ের উপর আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত হল। গত দু’দিন আগে ওয়েবিনারের উদ্বোধন করেন ঝাড়গ্রামের সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অমিয়কুমার পাণ্ডা। মোট তিন দিন ধরা চলা আন্তর্জাতিক ওয়েবিনারের মূল আয়োজক ছিল ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের সেবাভারতী মহাবিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগ এবং আইকিউএসি। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগ ওয়েবিনারের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। ওয়েবিনারের চেয়ারম্যান ছিলেন সেবাভারতী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যাপক দেবপ্রসাদ সাহু এবং সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যাপক দীপককুমার ভুঁইয়া। তিন দিনের ওয়েবিনারে আলোচনা হয় প্রতিদিন বিকেল তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত। দেশের বিভিন্ন প্রসিদ্ধ অধ্যাপক-বিজ্ঞানীদের পাশাপাশি বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহম্মদ গোলাম হোসেন, অধ্যাপক আদিল হাসান চৌধুরি, মস্কো স্ট্রেট ইউনিভার্সিটির অধ্যাপিকা এলিনা গোডিনা বক্তব্য রাখেন। সেবাভারতী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যাপক দেবপ্রসাদ সাহু বলেন,‘দেশ-বিদেশের অধ্যাপক-বিজ্ঞানীদের আলোচনায় আমাদের পড়ুয়ারা অনেক বেশি সমৃদ্ধ হবে।’

Developed by