Breaking
23 Dec 2024, Mon

আমি রাজ্যের বিরোধী দলনেতা, মমতা বন্দ্যোপাধ্যায় বললে তার সঙ্গে এক মঞ্চে উন্নয়নের খতিয়ান নিয়ে বসবো

আমি রাজ্যের বিরোধী দলনেতা, মমতা বন্দ্যোপাধ্যায় বললে তার সঙ্গে এক মঞ্চে উন্নয়নের খতিয়ান নিয়ে বসবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ প্রসঙ্গে পাল্টা আক্রমণ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। বিজেপি প্রার্থীর সমর্থনে শান্তিপুর বিধানসভার বিভিন্ন এলাকায় গত এক সপ্তাহ ধরে ভোট প্রচার করে চলেছে। যদিও শান্তিপুর বিধানসভার উপনির্বাচনের আজ ভোট প্রচারের শেষ দিন কিন্তু ভোট প্রচারের সময় শেষ হওয়ার আগে প্রজন্ত বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস এর সমর্থনে দফায় দফায় নির্বাচনি ভোট প্রচারে ব্যস্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার দুপুরে শান্তিপুর এক নম্বর ওয়ার্ডের সারদাপল্লীর মাঠে বিজেপির নির্বাচনী প্রচারের শেষ জনসভায় উপস্থিত হয়ে রাজ্যের শাসকদলকে তীব্র ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। জনসভায় বক্তব্যের মধ্য দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে যখন শিল্প নেই চাকরি নেই বেকারত্বের সংখ্যা বাড়ছে তখন পিসি ভাইপো কোটি কোটি টাকা খরচ করে রাজ্যের বাইরে যাচ্ছে সাংগঠনিক শক্তি একাট্টা করতে। অর্থ আসছে কোথা থেকে, সবিত সাধারণ মানুষের পরিশ্রমের টাকা। তাই আগামী 30 তারিখ নিজেদের ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের শান্তিপুরের ভূমিপুত্র নিরঞ্জন বিশ্বাসকে পদ্ম ফুল প্রতীক চিহ্ন ভোট দিয়ে জয়যুক্ত করে বিজেপিকে শক্তিশালী করুন। সভামঞ্চে থেকে আমি কোথা দিয়ে গেলাম গোটা শান্তিপুর উন্নয়নে ভরিয়ে দেবো।

Developed by