Breaking
23 Dec 2024, Mon

শিলিগুড়ি মহকুমার বাংলাদেশ সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবক গ্রেফতার

শিলিগুড়ি মহকুমার বাংলাদেশে সীমান্তের কালুজোত থেকে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করল ফাঁসিদেওয়া থানার পুলিশ। ধৃতের নাম সুরেশ রায় (৩০)। সে বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের বাসিন্দা। মঙ্গলবার রাতে ফাঁসিদেওয়া ব্লকের বাংলাদেশ সীমান্তের কালুজোতে টহলদারি চালাচ্ছিল ফাঁসিদেওয়া থানার পুলিশ। সেই সময় কয়েকজনকে সন্দেহ হওয়ায় পুলিশ পাকড়াও করতে যায়। তখনই বাকিরা পালিয়ে গেলেও সুরেশকে পুলিশের ধরে ফেলে। পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের কথা স্বীকার করে নেয়। এবং ধৃতের থেকে বাংলাদেশি টাকা উদ্ধার হয়েছে। বুধবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। তবে ওই যুবক কিভাবে কাঁটা তার পেরিয়ে এদেশে এসেছে তা খতিয়ে দেখছেন ফাঁসিদেওয়া থানার পুলিশ।

Developed by