Breaking
23 Dec 2024, Mon

উদয়নের বিরুদ্ধে দিনহাটায় ভয়ের পরিবেশ কায়েম করার অভিযোগ বিজেপির রাজ্য সভাপতির

দিনহাটা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহের নেতৃত্বে ভয়ের পরিবেশ কায়েম করা হয়েছে বলে অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আজ দিনহাটায় উপনির্বাচনে দলীয় প্রার্থী অশোক মণ্ডলের হয়ে প্রচার করবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলিপ ঘোষ। এদিন সকালে তিনি প্রচারের জন্য নিউ কোচবিহার স্টেশনে এসে নামেন। সেখানেই সাংবাদিকদের সাথে কথা বলার সময় সুকান্ত মজুমদার বলেন, “ভয়ের পরিবেশ কায়েম করা হয়েছে দিনহাটায়। নির্বাচন পরবর্তী সন্ত্রাস করেছে তৃণমূলের গুণ্ডা বাহিনী। যার নেতৃত্বে যিনি ছিলেন তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তার জন্য কিছু লোক ভয়ে সামনে আসতে ভয় পাচ্ছেন। কিন্তু সাধারণ মানুষ যদি নির্ভয়ে ভোট দিতে পারেন তবে আমি নিশ্চিত বিজেপি জয়ী হবে।”
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সভাপতি জানান, কোন বুথে বিরোধীদের এজেন্ট দিতে না পারার কথা গণতন্ত্রে গৌরবের নয়। গুজরাট উত্তরপ্রদেশের ভোটে উদয়ন বাবুরা গিয়ে দেখে আসুন সেখানে ৫ টা বুথ খুঁজে পাবেন না, যেখানে বিরোধীদের এজেন্ট নেই। গোয়ায় তৃণমূলের ফ্ল্যাক ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ নিয়ে বিজেপি রাজ্য সভাপতি বলেন, “সেখানে এখনও মূল বিরোধী শক্তি কংগ্রেস। কংগ্রেস কখনও এমন কোন অভিযোগ করে নি। তৃণমূল ওখানে বিজেপির কাছে নস্যি। শুধু প্রচারে আসার জন্য এমন অভিযোগ করেছে।”
একুশের বিধানসভা নির্বাচনের পরে গোটা রাজ্যের সাথে দিনহাটাতেও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তাঁদের দলীয় কর্মীদের উপড়ে ব্যাপক সন্ত্রাস করার অভিযোগ নিয়ে আসে বিজেপি। সেই সন্ত্রাসের ঘটনা ক্ষতিয়ে দেখতে খোদ রাজ্যপাল জগদীশ ধনকর দিনহাটায় এসেছিলেন। এরপর উচ্চ আদালতের নির্দেশে মানবাধিকার কমিশন রাজ্যের বিভিন্ন অংশের সাথে দিনহাটাতেও ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ সরজমিনে ক্ষতিয়ে দেখেন। সেই সময় মানবাধিকার কমিশনের দেওয়া রিপোর্টে উদয়ন গুহের নাম উল্লেখ করে রিপোর্ট দিয়েছিল মানবাধিকার কমিশন। এবার উপনির্বাচনেও উদয়ন গুহকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস।
উপনির্বাচনের দিন তারিখ ঘোষণার পরও তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে এসেছে বিজেপি। তাঁদের দলীয় প্রার্থী, বিধায়কদের প্রচারে বাধা দেওয়া, আক্রমণ করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। দলীয় কর্মীকে রাস্তায় আটকে মারধোর করা, বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে ভোটের দিন বুথে না যাওয়ার জন্য হুমকি দেওয়া সহ বিভিন্ন অভিযোগ করা হয়েছে। নির্বাচন কমিশনের সাধারণ ও পুলিশ অবজার্ভারের সাথে দেখা করেও বিজেপি নেতৃত্ব অভিযোগ জানিয়েছেন। ‘ফ্রি ও ফেয়ার’নির্বাচন করার জন্য প্রয়োজনীয় কেন্দ্রীয় বাহিনী, প্রত্যেক বুথে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা, সন্ত্রাস প্রবণ এলাকায় রুট মার্চ করার দাবি জানানো হয়েছে। এদিন নিউ কোচবিহার স্টেশনে এসে সাংবাদিকদের সামনে কথা বলার সময় বিজেপি রাজ্য সভাপতি দাবি করেন, নির্বাচন কমিশন ও পুলিশ চাইলে ফ্রি এন্ড ফেয়ার ভোট করাতে পারে। আর ফ্রি এন্ড ফেয়ার ভোট হলে এবারও দিনহাটার মানুষ বিজেপি প্রার্থীকেই আশীর্বাদ করবেন।

Developed by