Breaking
23 Dec 2024, Mon

শান্তিপুর উপনির্বাচনে শান্তিপূর্ণ ভোটের দাবিতে ইলেকশন কমিশনারের নিকট দ্বারস্থ বিজেপি

– শান্তিপুরের উপনির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় সেই দাবি নিয়ে আজ ইলেকশন কমিশনারের দ্বারস্থ জেলার বিজেপির প্রতিনিধি দল। বিজেপির তরফ থেকে দাবি উপনির্বাচনে ভয় দেখিয়ে ভোট অধিগ্রহণের প্রয়াস চলছে তৃণমূলের। তৃণমূল কংগ্রেস বাইরে থেকে দুষ্কৃতী মোতায়েন করছে শান্তিপুরে। সেই দিকে নজর বা ইলেকশন কমিশনারের দৃষ্টি আকর্ষণের জন্যই আজ ইলেকশন কমিশনারের নিকট স্মারকলিপি জমা দিলেন বিজেপির জেলা প্রতিনিধি দল। আজ কৃষ্ণনগর সার্কিট হাউসে ইলেকশন কমিশনারের সঙ্গে দেখা করেন চার প্রতিনিধি দল ।বিগত নির্বাচনে অশান্তির প্রভাব পড়েছিল শান্তিপুরে। একাধিক পরিবার সন্তানহারা হয়েছিলেন।সেই প্রভাব যেন এই উপনির্বাচনে না পড়ে তার জন্যই আগে থেকেই দৃষ্টি আকর্ষণ করলেন ইলেকশন কমিশনারের। এই উপনির্বাচনে তার বার্তা রয়েছে এমনটাই অনুমান করছেন বিজেপি দলের। আর সেই কারণেই আগেভাগে ইলেকশন কমিশনারের দৃষ্টি আকর্ষণের জন্যই আবেদন পত্র জমা করলেন।

Developed by