শান্তিপুর উপনির্বাচনের তৃণমূল প্রার্থীর সমর্থনে ভোট প্রচারে রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। আগামী ৩০ অক্টোবর শান্তিপুর বিধানসভার উপনির্বাচন উপনির্বাচন যত এগিয়ে আসছে শান্তিপুরে ততোই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। শনিবার শান্তিপুর বিধানসভার উপনির্বাচনের তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর সমর্থনে ভোট প্রচারে রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ও উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। শনিবার সকাল থেকে শান্তিপুরের বিভিন্ন এলাকায় ভোট প্রচার করলেন রবীন্দ্রনাথ ঘোষ। বিভিন্ন হাটে বাজারে গিয়ে সাধারণ মানুষকে জোড়া ফুল প্রতীক চিহ্নে ভোট দেয়ার জন্য আবেদন জানান সাধারণ মানুষকে। ভোট প্রচারের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঘোষ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাংবাদিকদের বেফাঁস মন্তব্য করা নিয়ে তীব্র ভাষায় কটাক্ষ করলেন। তিনি বলেন যারা সাংবাদিকদের সম্মান দিতে জানে না চতুর্থ স্তম্ভের উপর আঘাত হানার চেষ্টা করে তাদেরকে নেতা হওয়া মানায় না। ওনার ভেতরে শিক্ষা বলতে কিছু নেই আর বিজেপিতে এই সব নেতাদেরই মানায়। রবীন্দ্রনাথ ঘোষ এও বলেন রাজ্যে তৃণমূল ছাড়া কিছুই নেই আর শান্তিপুর বিধানসভার উপনির্বাচনে তৃণমূল তো জিতবেই তাও আবার রেকর্ড ভোটে। শান্তিপুরের মানুষ শান্তিপুরের উপনির্বাচনের তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী কে দুই হাত তুলে আশীর্বাদ করবে।