শুক্রবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের গাঙ্গুলীবস্তিতে অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ। এরপর সেখান থেকে নকল মদ সহ তিনজনকে গ্রেফতার করে। ধৃতদের তুতন সরকার(৩৯) দিলীপ বিশ্বাস(১৯) সীধু দাস(১৯)। তুতন ও সীধু বিধাননগরের সদরগছ এবং দিলীপ মাটিয়াগছের বাসিন্দা। বিধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের কাছ থেকে প্রচুর পরিমাণ নকল মদ উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন পুলিশ। শুক্রবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর থানার পুলিশ।