নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাশছোঁয়া মূল্য বৃদ্ধি ও গণ পরিবহনে অস্বাভাবিক ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আজ কোচবিহার শহরে বিক্ষোভ মিছিল করল এসইউসিআই। এদিন এই মিছিল কোচবিহার ক্ষুদিরাম স্কোয়ার থেকে শুরু হয়ে কাচারী মোড়-হরিশপাল চৌপথি ও ভবানীগঞ্জ বাজার পরিক্রমা করে জেলা কার্য্যালয়ে এসে শেষ হয়। এদিনের এই মিছিলে নেতৃত্ব দেন কোচবিহার শহর কমিটির সম্পাদক নেপাল মিত্র।
এদিন তিনি বলেন, কেন্দ্র রাজ্য সরকারের একের পর এক জনবিরোধী নীতির কারণে সাধারণ মানুষের জীবন এমনিতেই জেরবার। তারপর লাগামহীনভাবে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েই চলেছে, সরকার তা নিয়ন্ত্রণের বিন্দুমাত্র চেষ্টা করছে না। আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের মূল্য কমলেও দেশের বাজারে কর্পোরেট মালিকের মুনাফার স্বার্থে পেট্রোপণ্যের দাম বাড়িয়েই চলেছে সরকার। পাশাপাশি, গণ পরিবহনে অস্বাভাবিক ভাড়া বৃদ্ধির প্রতিবাদে এই মিছিল বলে জানান তিনি।