বড় সাফল্য পেলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির ঝংকার মোড়ের মডার্ন বয়েজ ক্লাব পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালায় স্পেশাল অপারেশন গ্রুপ। এরপর সেখানে চারজনকে আটক করে। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ব্রাউন সুগার। এরপর চারজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম সৌরভ রায়, রাজু মোহাম্মদ,কৌস্তব তলাপাত্র এবং আলী। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ধৃতদের কাছ থেকে ৩০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন পুলিশ। শুক্রবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়।