জেএনএফ ওয়েব ডেস্ক :-গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শিলিগুড়ি পুর নিগমের ৪১ নম্বর ওয়ার্ডের শাস্ত্রী নগর এলাকায় একটি মুদিখানার দোকানে অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ। এরপর সেখানে গাঁজা বিক্রির অভিযোগে একজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম আশিস বিশ্বাস। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের কাছ থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন পুলিশ। শুক্রবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।