Breaking
24 Dec 2024, Tue

রিহ্যাব সেন্টারে ময়নাগুড়ির এক মাধ্যমিক ছাত্রের মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসল জলপাইগুড়ি জেলা পুলিশ

জেএনএফ ওয়েব ডেস্ক রিহ্যাব সেন্টারে ময়নাগুড়ির এক মাধ্যমিক ছাত্রের মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসল জলপাইগুড়ি জেলা পুলিশ। অভিযোগ পেয়ে শহরের পান্ডা পাড়ার রিহ্যাব সেন্টারে তদন্তের জন্য হাজির হলেন জলপাইগুড়ি অতিরিক্ত পুলিশ সুপার পলাশ চন্দ ঢালি, ডিএসপি (সদর) সমীর পাল, আই সি অর্ঘ্য সরকার। বৃহস্পতিবার রাতে রিহ্যাব সেন্টারে চলে তল্লাশি। সিসি ক্যামেরা ফুটেজ ও সন্দেহজনক সব কিছু বাজেয়াপ্ত করা হয়। এদিকে রিহ্যাব সেন্টার চলানোর অনুমতি রয়েছে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশ সুত্রে জানা গিয়েছে ইতিমধ্যে ওই রিহ্যাব সেন্টারের দায়িত্বে থাকা এক যুবককে আটক করা হয়েছে। চলছে দফায় দফায় জেরা।

Developed by