জেএনএফ ওয়েব ডেস্ক :- দুর্গাপুজোর পর ফের দুয়ারে রেশন শুরু হলেও খুশি নন এলাকার বাসিন্দারা। রেশন বন্টনকে ঘিরে চূড়ান্ত অব্যবস্থা অভিযোগ গ্রাহকদের। শুক্রবার জলপাইগুড়ি পুরসভার ১ নম্বর ওয়ার্ডের ইন্দিরা গান্ধী কলোনী এলাকার ঘটনা। দুর্গাপূজার পর ফের দুয়ারে রেশনের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। এদিন রেশন বন্টন ঘিরে চূড়ান্ত অব্যবস্থা অভিযোগ তোলেন এলাকার বাসিন্দারা। তারা বলেন, দোকানে গিয়ে রেশন নেওয়াটাই তাদের পক্ষে ভালো ছিল। এভাবে দীর্ঘক্ষন রাস্তায় দাঁড়িয়ে থাকার কোন মানে হয় না। পাশাপাশি একবার রেশনের দ্রব্যাদি শেষ হয়ে যাওয়ার পর ফের তা আনতে যেতে হচ্ছে রেশন ডিলারদের। কাজেই সময় নষ্ট হচ্ছে এক্ষেত্রে বলে অভিযোগ।