Breaking
24 Dec 2024, Tue

পাহাড় সফর সেড়ে কলকাতা ফিরলেন রাজ্যপাল জগদীপ ধনকড়

জেএনএফ ওয়েব ডেস্ক :-শুক্রবার পাহাড় সফর সেড়ে কলকাতা ফিরলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিন দুপুর ১টা ৪ নাগাদ বাগডোগরা বিমানবন্দরে পৌছান। এরপর বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি তিনি বলেন যে গত ১০ বছর আগে ২০১১ সালে জিটিএ আইন প্রনয়ন হয় পরের বছর তা আইনে রুপান্তরিত হয়। কেন্দ্রীয় ও রাজ‍্য সরকার কোটি কোটি টাকা দিয়েছে। আইন মত জিটিএ প্রতিবছর রাজ‍্যপালকে রিপোর্ট পেশ করবে। কিন্তু গত ১০বছরে একবারও রিপোর্ট দেওয়া হয়নি যা কল্পনাহীন। সিএজি প্রত‍্যক বছর অডিট করার কথা হলেও এখনো একবারও করেনি। মানুষ আমার সঙ্গে দেখা করেছে, কথা বলেছে,একবারও নির্বাচন হয়নি জিটিএর।

Developed by