টানা বৃষ্টিতে পাহাড়ে একাধিক জায়গায় ধস। বন্ধ রয়েছে যান চলাচল। যদিও দ্রত প্রশাসনের তরফে ধস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। জানা গিয়েছে যে কার্সিয়াং-সুকনা ৫৫ নম্বর জাতীয় সড়কের মহানদী এলাকায় ধস নেমেছে।পোখরিয়াবং-সুখিয়াপোখরি এবং ঘুম-বিজনবাড়ি রোডে ধস নেমেছে। সেখানেও ধস সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হচ্ছে। মানেভঞ্জন-রিম্বিক রোডে একটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। কালিঝড়ায় ধস সরানোর কাজ চলছে। পূজোর ছুটি কাটাতে এসে দার্জিলিং ও সিকিমে আটকে পড়েছে বহু পর্যটক।