Breaking
25 Dec 2024, Wed

ফেলে দেওয়া থার্মোকলের শোলা দিয়ে লক্ষ্মী ঠাকুর পুজোর উপকরণ তৈরি করছে নদীয়ার রানাঘাটের গৃহবধূ টকি মালাকার

ফেলে দেওয়া থার্মোকলের শোলা দিয়ে লক্ষ্মী ঠাকুর পুজোর উপকরণ তৈরি করছে নদীয়ার রানাঘাটের গৃহবধূ টকি মালাকার। তিনি বলেন এতে প্রকৃতি যেমন পরিষ্কার হচ্ছে তেমন পুজোর কাজে লেগে যাচ্ছে।জানা যায় টিভি ফ্রিজের পেটির থারমো কল বা সোলা ফেলে দেয়ার পরে সে গুলোকে কুড়িয়ে বা সংগ্রহ করে পরিষ্কার করে তা দিয়ে তৈরি হচ্ছে লক্ষ্মী ঠাকুরের পুজোর নানান উপকরণ কদম ফুল চাঁদ মালা ঝাড়বাতি সহ আরো অনেক কিছু। তাতে একদিকে যেমন পরিবেশের আবর্জনা কমছে পাশাপাশি উপকরণের দ্রব্য এর মূল্যবৃদ্ধি হাত থেকে খানিকটা রেহাই পাওয়া যাচ্ছে। তাতে খানিকটা সস্তায় মিলছে এসব জিনিস। একদিকে যে রকম পরিবেশ পরিষ্কার হচ্ছে পাশাপাশি সেই বস্তুই শোভা বাড়াচ্ছে আপামর বাঙালির লক্ষ্মী পুজোর আসোন। গতবার কোভিডের কারণে ভাটা পড়েছিল ব্যবসায়। এবছর লক্ষ্মী লাভের আশায় ফুল তৈরি করতে ব্যস্ত প্রস্তুতকারী ব্যবসাদাররা। তিনি বলেন এই কাজ এই প্রথম নয় বংশ-পরম্পরা ধরে বহু বছর ধরে চলে আসছে তাদের পুজোর উপকরণ তৈরি করার কাজ। আগামী দিনেও প্রকৃতি যাতে পরিষ্কার থাকে সেই লক্ষ্যে কাজ করে যাবেন এবং ব্যবসাটাকে টিকিয়ে রাখার চেষ্টা করবে বলে জানান তিনি।

Developed by