Breaking
25 Dec 2024, Wed

কৃষি আইন প্রত্যহার ও আন্দোলনরত কৃষকদের গাড়ি চাপা দিয়ে হত্যার প্রতিবাদে কোচবিহারে রেলরোকো আন্দোলন বাম কৃষক সংগঠনের

: কৃষি আইন প্রত্যাহার ও উত্তরপ্রদেশে আন্দোলনরত কৃষকদের গাড়ি চাপা হত্যা করার প্রতিবাদে গোটা দেশের সাথে কোচবিহারেও রেল রোকো আন্দোলন করল বামপন্থী কৃষক সংগঠন গুলো। ওই আন্দোলন কর্মসূচিকে এসএফআই, ডিওয়াইএফআই, সিটু সহ বেশ কিছু সংগঠন সমর্থন জানিয়েছে। আজ নিউ কোচবিহার স্টেশনে সকাল সাড়ে দশটা থেকে এক ঘণ্টার ওই রেল রোকো আন্দোলন হয়। ওই আন্দোলন কর্মসূচির নেতৃত্ব দেন সিপিআইএমের কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়।

অনন্ত রায় বলেন, “কেন্দ্রীয় সরকার কৃষি আইনের নামে যে ৩ টি কালা কানুন নিয়ে এসেছে, তা প্রত্যাহার করা, সম্প্রতি উত্তরপ্রদেশে সেখানকার এক মন্ত্রীর ছেলে যেভাবে আন্দোলনরত কৃষকদের উপড়ে গাড়ি চালিয়ে আমাদের সহকর্মীদের হত্যা করেছে, তার প্রতিবাদে গোটা দেশের সাথে নিউ কোচবিহার স্টেশনেও এক ঘণ্টার রেল রোকো আন্দোলন কর্মসূচি করা হল।”

Developed by