Breaking
25 Dec 2024, Wed

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপড়ে আক্রমণের ঘটনায় প্রতিবাদে কোচবিহারে রাস্তায় হিন্দু জাগরণ মঞ্চ

বাংলাদেশের দুর্গা মণ্ডপে হামলা এবং সংখ্যালঘুদের উপড়ে আক্রমণ নামিয়ে আনার প্রতিবাদে কোচবিহারে মিছিল করে বিক্ষোভ দেখাল হিন্দু জাগরণ মঞ্চ নামে একটি সংগঠন। আজ কোচবিহার শহরে রীতিমত খোল কর্তাল বাজিয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায় ওই সংগঠন কর্মী সমর্থকরা।

ওই সংগঠনের জেলা সভাপতি পঙ্কজ ভৌমিক বলেন, “বাংলাদেশে যেভাবে দুর্গা মণ্ডপ ভাঙচুর করা হয়েছে। হিন্দু ধরমের মানুষদের উপড়ে আক্রমন করা হয়েছে, তা নজিরবিহীন। ৫০০ উপড়ে দুর্গা মণ্ডপ ভাঙচুর হয়েছে। ১০ জনের মত খুন হয়েছেন। হিন্দু নারীরা ধর্ষণের শিকার হয়েছেন। বহু মানুষ আহত হয়ে রয়েছেন। ওই ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি বাংলাদেশের সরকার এবং , সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করার দাবি জানানোর পাশাপাশি। সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানাচ্ছি।”
মূলত বাংলাদেশের কুমিল্লায় একটি দুর্গা মণ্ডপে প্রথম আক্রমণ করা হয়। এরপরে প্রায় গোটা বাংলাদেশে সেই আক্রমণ নেমে আসে। এতে প্রচুর দুর্গা মণ্ডপ, মন্দির যেমন ভাঙচুর হয়েছে। তেমনি হতাহতের ঘটনা ঘটেছে। রক্ষা পায় নি সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারাও। এই ঘটনার প্রতিবাদে বাংলাদেশেও বুদ্ধিজীবীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি বিভিন্ন দেশ বসবাসকারী হিন্দু সম্প্রদায়ের মানুষ ওই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। এপার বাংলার বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও ওই ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। এতে ভারত সরকারের উপড়ে ক্রমশই চাপ সৃষ্টি হচ্ছে। ভারত সরকার প্রতিবেশী বাংলাদেশের সাথে কোন কূটনৈতিক পথে এই ঘটনার প্রতিবাদ জানায়, এখন সেটাই দেখার।

Developed by