জলপাইগুড়ি কোতোয়ালি থানায় বড় সাফল্য। চুরি হওয়া সোনা, স্কূটি, টিভি, ক্যামেরা উদ্ধার করল পুলিশ। গ্রেফতার মোট চারজন। পুলিশ জানায় দুষ্কৃতীরা সোনার গয়না গলিয়ে ফেলেছিল। প্রায় ৫০ গ্রাম সোনা পাওয়া গিয়েছে অভিযুক্তদের কাছ থেকে। পুলিশ জানায়, কলকাতার বাসিন্দা অভিজিৎ নন্দন সরকারি চাকরি করেন। কর্মসুত্রে জলপাইগুড়ি শহরের ৩ নম্বর ওয়ার্ডের হাকিম পাড়ায় থাকেন। কলকাতার বাড়িতে গিয়েছিলেন তিনি। ৩ জুলাই বাড়ি জলপাইগুড়ি ফিরে আসেন সেই সময় তিনি দেখেন ঘরের একাধিক জিনিস চুরি হয়েছে। পুলিশ তদন্তে নেমে প্রথমে শহরের রবি পাল, চঞ্চল রায় নামে দুজনকে গ্রেফতার করে। এরপর তাদের কাছ থেকে পাওয়া যায় চুরি হওয়া গলিয়ে দেওয়া ৫০ গ্রাম সোনা, একটি স্কুটি, ক্যামেরা ও একটি টিভি। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে রাজীব পাল, রাজীব দাস নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ৷ তাদের কাছ থেকে চুরি হওয়া সামগ্রী পাওয়া যায় সোমবার সাংবাদিক বৈঠক করে জানালেন পুলিশ সুপার দেবর্ষি দত্ত। এদিন তিনি কোতোয়ালি থানার সাংবাদিক বৈঠক করেন। অতিরিক্ত পুলিশ সুপার পলাশ চন্দ ধালি, ডিএসিপি সদর সমীর পাল, আই সি অর্ঘ্য সরকার ছিলেন।