কেন্দ্রীয় কৃষি বিল বাতিল ও উত্তরপ্রদেশের আন্দোলনরত চারজন কৃষককে হত্যা করার প্রতিবাদে আন্দোলনে নামল সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বর কমিটি জলপাইগুড়ি শাখা। রেল পুলিশের পাশাপাশি প্রচুর রাজ্য পুলিশ মোতায়েন ছিল জলপাইগুড়ি রোড স্টেশনে। সোমবার আন্দোলনকারীরা স্টেশন চত্বরে প্রবেশের চেষ্টা করে পুলিশ সকলকে আটকে দেয়। এই নিয়ে চলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের বচসা। কৃষি বিল বাতিল ও কৃষকদের হত্যা করার প্রতিবাদে এদিন রেল রোকো অভিযান ছিল। কিন্তু পর্যাপ্ত পুলিশ থাকায় একের পর এক ট্রেন চলে গেলেও আন্দোলনকারীরা স্টেশনে ঢুকতে পারেনি। পরে আন্দোলনকারীরা স্টেশন চত্বরে ঢুকে বিক্ষোভ দেখায়। এদিনের কর্মসূচির মধ্য দিয়ে প্রতিবাদ জানানো হয় বলে জানালেন সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বর কমিটি জলপাইগুড়ি নেতা গোবিন্দ রায়।