Breaking
23 Dec 2024, Mon

লক্ষী ও কালী প্রতিমা তৈরীতে ব্যস্ততা তুঙ্গে

মা দুর্গা বিসর্জনে যেতেই জলপাইগুড়ির মৃৎ শিল্পালয়ে এখন লক্ষী ও কালী প্রতিমা তৈরীতে ব্যস্ততা তুঙ্গে। কয়েক দিন আগেই প্রতিটি মৃৎশিল্পালয়ে দুর্গা প্রতিমা গিজ গিজ করেছিল। চতুর্থী, পঞ্চমীতে মৃৎ শিল্পীদের ঘর খালি করে মা উমা পাড়ি দিয়েছে মন্ডপে মন্ডপে । প্রতিমা মন্ডপে যাওয়ার পর খালি হয়েছিল। সেই শূন্য জায়গা ভরাট করেছে কোথাও কালী কোথাও মা লক্ষী। ব্যাস্ততার খামতি নেই জলপাইগুড়ির মৃৎ শিল্পালয়ে। দুর্গা গড়ার কাজ শেষ হতে না হতেই এই দুই প্রতিমা গড়তে লেগে পড়েছেন শিল্পীরা। মৃৎশিল্পী অনিল পাল বলেন, “প্রতিমা গড়াই আমাদের রুটি রুজির কাজ। ঘরে বসে থাকলে চলবে না। লক্ষী ও কালী প্রতিমা আগেই গোডাউনে মাটির প্রলেপ দিয়ে রাখা ছিল এখন শুধু রঙ করার কাজ বাকী আছে। এর মধ্যে যদি নতুন করে বড় কালী বা কোন থীম পুজোর প্রতিমার বায়না হয় তাহলে সেই প্রতিমা গড়তে হবে। দুর্গা পুজোর কাজ করোনা আবহে মোটা মোটি ভাল হয়েছে। কালী পুজো কেমন হয় সেদিকে তাকিয়ে আছি” বলে জানান তিনি।

Developed by