Breaking
24 Dec 2024, Tue

যুব তৃনমূলের রাজ্য সভাপতি সায়নী ঘোষকে সঙ্গে করে মনোনয়ন জমা দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রজকিশোর গোস্বামী

দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব কে সামনে রেখে মনোনয়নপত্র জমা দিলেন নদীয়ার শান্তিপুর বিধানসভা উপ নির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রজকিশোর গোস্বামী। এদিন রানাঘাট মহকুমা শাসকের দপ্তরে ডেপুটি ম্যাজিস্ট্রেট হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি। উপস্থিত ছিলেন যুব তৃনমূলের রাজ্য সভাপতি সায়নী ঘোষ নদীয়া জেলার প্রথম সারির নেতৃত্ব। উপ নির্বাচন প্রসঙ্গে তৃণমূল যুব সভাপতি সায়নী ঘোষ বলেন, ইতিমধ্যেই মোদি ম্যাজিক শেষ হয়ে গেছে। এখন শুধু গোটা রাজ্য জুড়ে মমতা ব্যানার্জীর উন্নয়ন চলছে। আমরা তিনটি বিধানসভার উপনির্বাচনের ইতিমধ্যে জয়লাভ করেছি। বাকি চারটি বিধানসভা উপ নির্বাচনে জয়লাভ করবো। এখন শুধু বিজেপির চলে যাওয়ার পালা। অন্যদিকে মনোনয়নপত্র জমা দিয়ে শান্তিপুর তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রজকিশোর গোস্বামী বলেন, সকলকে সঙ্গে নিয়ে আমরা মনোনয়নপত্র জমা দিচ্ছি এটা খুব ভালো লাগছে। আগামী দিনে শান্তিপুরের স্বাস্থ্য ব্যবস্থা সহ সাধারণ মানুষের জন্য সামগ্রিক উন্নয়ন যাতে করা যায় সেটাই হবে আমার প্রথম কাজ। আরও বলেন যেহেতু আমি শান্তিপুরের ভূমিপুত্র সেই কারণে শান্তিপুরের অভাব অভিযোগ সম্পর্কে আমার স্পষ্ট ধারণা রয়েছে। এদিন শান্তিপুর বিধানসভা উপ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া কে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

Developed by